স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি সদরে প্রধান শিক্ষক পদে ৈজ্যষ্ঠতার ভিত্তিতে পদায়ন না হওয়ায় পুনঃ বিবেচনার জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন রাঙ্গামাটির উপজেলার শিক্ষকবৃন্দ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সদর উপজেলায় প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদের জারীকৃত আদেশ স্থগিত করে জ্যোষ্ঠতার ভিত্তিতে উক্ত আদেশ পুনঃ বিবেচনা করে রাঙ্গামাটি সদর উপজেলার শিক্ষকবৃন্দ এ আবেদন জানান।
গত বৃহস্পতিবার রাঙ্গামাটি সদর উপজেলার শিক্ষকবৃন্দরা পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার অফিস কক্ষে গিয়ে এ দাবীটি তুলে দেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা’সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান রাঙ্গামাটি সদর উপজেলায় প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পদের জারীকৃত আদেশ স্থগিত করার বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও শিক্ষা কমিটির আহবায়ক অংসুই প্রু চৌধুরী জানান, বিষয়টি নিয়ে শিক্ষকরা আমাদের আবেদন দেয়ার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি।
এই বিষয়ে আমরা মন্ত্রনালয়ে পত্র দিয়েছি এবং রাঙ্গামাটি সদর উপজেলার পদায়নের বিষয়টি আমরা সাময়িক স্থগিত রেখেছি। মন্ত্রনালয় যে সিদ্ধান্ত দেবে তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিবো।
উল্লেখ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয় শাখা-২ এর স্মারক নং-৩৮.০০.০০০০.০০৮.১২.০৭৫.১৮-৭৭১, তারিখ-২৭/০৯/২০১৮ মূলে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বের প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো।