স্টাফ রির্পোটার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে রাঙামাটি ২৯৯নং আসন থেকে বিজয়ী হয়ে ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত ও পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীসহ ছাত্রলীগ সমর্থিত কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় দীপংকর তালুকদারের নিজ বাস ভবন দীপালয়ে ছাত্র-ছাত্রীরা এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দীপংকর তালুকদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। এই দেশটাকে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় ও ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে।ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ আমরা তখনই গড়তে পারব যখন দেশের শতভাগ মানুষ শিক্ষিত হবে।
তিনি বলেন, শিক্ষা এমন একটা জিনিস যেটা কখনও কেউ কেড়ে নিতে পারে না। তিনি ছাত্র-ছাত্রীদের সবাইকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং লেখাপড়ার যথাযথ পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার তাই করা হবে।