দীঘিনালায় অনাথ কিশোর কিশোরীদের ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

11

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
দীঘিনালায় অনাথ কিশোর কিশোরীদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ইন্ট্রিগেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ (সফল) এর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিপুরীতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, তৃণমূল উন্নয়ন সংস্থার সহকারী প্রকল্প ব্যবস্থাপক অম্লান চাকমা, সমাজ সেবক রৌশন আলী ভূইয়া, ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর তামান্না সিদ্দীকা এবং তপন চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কাবাডি (বালক), মিউজিকাল চেয়ার, চিত্রাঙ্কন, ১০০ মি. দৌড় এবং ভারসাম্য দৌড় (বালিকা) প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দীঘিনালায় স্কুলগামী শিক্ষার্থীদের সহপাঠক্রম কার্যক্রমে অংশ গ্রহণের মাধ্যমে মেধা বিকাশে সহায়তা প্রদানের লক্ষে উপজেলার ৩৭টি শিখন কেন্দ্র নিয়ে দাতা সংস্থা পেনি আপিল কাজ করে চলেছে। এসব শিখন কেন্দ্রে অনাথ শিশুসহ পাঠক্রম কার্যক্রমে অংশ নিচ্ছে ৩৩৫ জন শিশু।