ধর্মীয় আনুষ্ঠানিকায় শ্রী শ্রী সংসারি গঙ্গা মায়ের মন্দিরে মাসিক ভোগ নিবেদন ও সংকীর্তনের আয়োজন

43

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির মাঝেরবস্তি এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সংসারি গঙ্গা মায়ের মন্দিরে মাসিক ভোগ নিবেদন উপলক্ষে গীতা পাঠ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে গঙ্গা মায়ের মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ভক্তবৃন্দদের উপস্থিতিতে গীতা পাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠান পালন হয়। এসময় দুইশতাধিক সনাতন ভক্তবৃন্দের উলু ধ্বনীতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে।
পরে গঙ্গা মায়ের মন্দিরে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভোগ নিবেদনের পরে বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসময় রাঙ্গামাটির মাঝেরবস্তি এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সংসারি গঙ্গা মায়ের মন্দিরে পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা বলেন, প্রতি মাসে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যাতে পালন করা যায় তার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিমাসে এই ধর্মীয় কার্যক্রম চলমান রাখতে ও সফল করতে সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা।