রাজস্থলীতে দুইপক্ষের গুলিবিনিময়ের ঘটনায় নিহত সন্ত্রাসীর পরিচয় মিলেনি, বেওয়ারিশ হিসেবে লাশ দাফন

65

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক দুই দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় নিহত সন্ত্রাসী পরিচয় সনাক্ত করা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ছালেহ ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
শুক্রবার (২৪ জুন) দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছেই ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগারী পাড়া এলাকায় মারমা ন্যাশনাল পার্টি ও জেএসএস এর দু’দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে প্রচন্ড রকমের গোলাগুলি চলে। থেমে থেমে অন্তত আধাঘন্টাব্যাপী দুই পক্ষের গুলিবিমিয় হয়। এতে প্রতিপক্ষের গুলিতে জে এস এসের সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় বলে জানায় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে ময়না তদন্তের পর পরিচয় সনাক্ত না হওয়ায় সন্ত্রাসীকে রাঙ্গামাটি পৌরসভার নিকট হস্তান্তর করে বেওয়ারীশ হিসেবে লাশ দাফন করা হয়েছে। ঘটনার দিন রাজস্থলী থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা যার নং-২, ২৪/৬ তারিখে হয়ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ জানান।