রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃত্বে শাহ আলম, দীপন ও শাকিল

279

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলা বিএনপির কাউন্সিল শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে রাঙ্গামাটি জেলা বিএনপির দ্বিতীয় বারের মতো দায়িত্ব পেলেন বর্তমান সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
শনিবার (১৩ নভেম্বর) সকালে আলোচনা সভা ও বিকালে সভাপতি ও সাংগঠনিক পদে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বেলা ৩টার ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৫৪জন কাউন্সিলারের মধ্যে ১৪৫জন কাউন্সিলার ভোট অধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি হাজী শাহ আলম তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো পেয়েছেন ৫৬ ভোট। সাংগঠনিক পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল। অপর দুই প্রার্থী মোরশেদ আলম ১৫ ও শহীদ উদ্দিন চৌধুরী পান ২১ ভোট।
বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু নাসের বিকাল পৌনে ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন। এসময় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না থাকে সে জন্য ফলাফল ঘোষণার পর একে অপরকে জড়িয়ে কোলাকুলি করেন। এর আগে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন দীপন তালুকদার দীপু।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিএনপি চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ সাংগঠনিক হারুনর রশিদ উপস্থিত ছিলেন।
এসময় বিজয়ী প্রার্থীরা সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে এবং দেশে গনতন্ত্র পুর্ণরুদ্ধার আন্দোলন বেগবান করার আশা ব্যক্ত করেন।
এর আগে ২০১৫ সনে রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।