বান্দরবানে ২৪ ঘন্টায় নতুন করে দুজনের করোনা শনাক্ত

84

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান জেলায় করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছে। বর্তমানে জেলায় ১৬৩ জন করোনা রোগী থাকলেও হাসপাতালে ভর্তি মাত্র ৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় বান্দরবানে ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন মাত্র ২ জন। এই দুজনই সদর উপজেলার। এসময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার ঘটনাও নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় মোট ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন মাত্র ২ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৮৫ শতাংশ। সচেতনতা বাড়ায় করোনা রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।
এদিকে করোনা প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় জেলায় মোট আক্রান্ত ১৬৩ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ১০৫, রোয়াংছড়িতে ১০, রুমায় ১৯, থানচি ১, লামায় ৯, আলীকদমে ১০ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন। হাসপাতালে ভর্তি চারজনের মধ্যে সদর হাসপাতালে ৩ ও লামা হাসপাতালে ১ জন।
অপরদিকে করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১১ হাজার ৭৮০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৪৪ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছে ২ হাজার ১৬৭ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।