দীঘিনালায় মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান

95

সোহেল রানা, দীঘিনালাঃ-দীঘিনালা জোনের পক্ষ থেকে মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮জুলাই) জোন সদরে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং এলাকার বাসিন্দা
মোঃ নুরুল ইসলাম (৫৫) মেয়ের বিবাহের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, মোঃ নুরুল ইসলাম ৪ কন্যা সন্তানসহ পরিবারের মোট ৬ জন সদস্যের ভরণ-পোষণসহ যাবতীয় ব্যয়ভার বহন করতে গিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে। বর্তমানে তার বিবাহ উপযুক্ত বড় দুই মেয়ের বিবাহের যাবতীয় ব্যয় বহন করা তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আর্থিক সহায়তা পেয়ে মোঃ নুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমার মেয়ের বিয়ের জন্য ১০ হাজার টাকা দিয়েছে। টাকা পেয়ে অনেক উপকার হয়েছে। সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই।