বিলাইছড়ি সেনা কর্তৃক কর্মহীন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

125

বিলাইছড়ি প্রতিনিধিঃ-বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬বীর, বিলাইছড়ি সেনা জোন কর্তৃক ৪০ পরিবার কর্মহীন দুস্থ পরিবারকে ত্রান বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রিজিয়ন সদর দপ্তর, রাঙ্গামাটি হতে প্রাপ্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ৪০ প্যাকেট ত্রাণ বিএ-৯৭৪৮ ক্যাপ্টেন মাহির আশহাব আমিন এর নেতৃত্বে বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের অধীন বিলাইছড়ি বাজার, দীঘলছড়ি ও ধুপ্যাচরের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ৫.৫ কেজি চাল, ২ কেজি ডাল ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা এবং ৫০০ মিলি করে ভোজ্য তেল দেওয়া হয়।
দেশে করোনা মহামারীর কঠিন এ ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর নিঃস্বার্থ সহায়তায় দুস্থ অসহায় দরিদ্র মানুষগুলো অত্যন্ত খুশি। এ কারণে বিলাইছড়ি উপজেলার জনসাধারণ বিলাইছড়ি সেনা জোন তথা রাঙ্গামাটি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।