শীত এলেই শাক-সবজি পাশাপাশি পাহাড়ে দেখা মেলে জনপ্রিয় গাঁদা ফুল

444

ছবি ও প্রতিবেদন-লিটন শীল, রাঙ্গামাটিঃ-শীতের অন্যতম জনপ্রিয় ফুল হল গাঁদা। শীতকালেই গাঁদা ফুলটি দেখতেও দারুণ এবং বেশি দেখা যায়। এর ইংরেজি নাম ‘মেরিগোল্ড’। শহরের পাশাপাশি পার্বত্য অঞ্চলের পাহাড়ের জুম ক্ষেতে অন্যান্য ফসলের পাশে অতি প্রাচীন থেকেই এ ফুল ছড়িয়ে আছে। এ ফুলের চাষপদ্ধতি অপেক্ষাকৃত সহজ, খরচের তুলনায় অধিক লাভজনক তাই শীত এলেই পাহাড়ে এ ফুলের দেখা মেলে অনেক।
তাছাড়া গাঁদা ঘরের পাশে বা বাগানের শোভাবর্ধন ও কোমলতা সর্বশ্রেণির মানুষের কাছে মনোমুগ্ধকর ও তৃপ্তিকর। এ ফুল শুধু বাড়ী বা বাগানের সৌন্দর্যবর্ধনেই শীর্ষস্থানীয় নয় বরং উৎসব অনুষ্ঠানে, গৃহসজ্জায়, শ্রদ্ধা জানাতে, হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের পূজাপার্বণে, বিভিন্ন জাতীয় দিবসে ফুলের তোড়া ও মালা বানাতে ব্যবহার হয়ে আসছে বলেই গাঁদার জনপ্রিয়তা এত সর্বজনবিদিত। তাইতো রাঙ্গামাটির খেপ্পা পাড়ার দুই পাহাড়ী তরুনী শহরের তবলছড়ি বাজারে নিজ জুম ক্ষেতে উৎপাদিত শাক-সবজির পাশাপাশি গাঁদা ফুলের প্রতি তোড়া ১৫টাকা করে বিক্রি করে বাড়তি উপার্জন করছে বলে জানান।