দীঘিনালা জোন থেকে আরিফ‘র চিকিৎসার জন্য অনুদান প্রদান

241

সোহেল রানা দীঘিনালাঃ-অসহায় হতদরিদ্র বাঙালি মো: আরিফ হোসেন (১০) এর অপারেশনের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) সকালে দীঘিনালা জোন সদরের মেরুং ইউনিয়নের বেতছড়ি গ্রামের মৃত এমদাদুল হক‘র ছেলে মো: আরিফ হোসেন (১০)কে চিকিৎসার জন্য ৫হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জানা যায়, অসুস্থ মোঃ আরিফ হোসেন বিগত প্রায় দুই বছর যাবৎ পেটের জটিল রোগে ভুগছিলেন। পারিবারিক অভাব-অনটন এবং অর্থের অভাবে তার মা মোছা: পারভিন বেগম তাকে চিকিৎসা করাতে পারছিলেন না। বর্তমানে ডাক্তারি পরামর্শ অনুযায়ী অতি জরুরী অপারেশনের প্রয়োজন হয়েছে বিধায় অসহায় মায়ের পক্ষে এই অপারেশনের ব্যয় ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
জোনাল ষ্টাফ অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রেখেছেন, পূর্বেও দীঘিনালা জোন পাহাড়িও বাঙ্গালীদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।