করোনা রোধে বান্দরবানে স্বেচ্ছাসেবী সংগঠনের জনসচেতনতায় মানববন্ধন ও মাস্ক বিতরণ

224

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-আপনার মাস্ক কোথায় ? এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও অসহায় সাধারণ মানুষকে মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত মানববন্ধন আর অসহায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহাজাবিন হক, ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আবদুল্লাহ আল ফয়সালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা।
স্বেচ্ছাসেবীরা ছোট ছোট দলে ভাগ হয়ে বান্দরবানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করে এবং প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেন।
সারাদেশের ৮টি বিভাগে ৩৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে দেশের জাতীয় সমস্যা, সম্ভাবনা, যেকোন দূর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে আগামীতে ও কাজ করবে বলে জানান ভলান্টিয়ার ফর বাংলাদেশ।