করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে জুরাছড়ি ইউএনও লিফলেট বিতরণ

168

জুরাছড়িঃ-জুরাছড়িতে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুর রহমান।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বনযোগীছড়া কাংড়াছড়ি (রাস্তা মাথা) লঞ্চ ঘাট, ধামাই পাড়া, উপজেলা বাজার, যক্ষা বাজার এলাকায় নিজে এ লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম, কামরুজ্জামান, ডাঃ তফিকুল আলম, সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্য কামিনী রঞ্জন চাকমা, সাংবাদিক সুমন্ত চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই-শুধু মাত্র নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব।
ইউএনও আরো বলেন বিদেশ থেকে আসা কাউকে দেখা দিলে তাকে বাধ্যতা মূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে বিজ্ঞ ডাক্তারের পরামশ্য নিতে হবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম, কামরুজ্জামান বলেন, সচেতনতাই পারে এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে। সুতরাং কোন কিছু খাওয়ার আগে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে, আক্রান্ত রোগে লক্ষন দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সের বিজ্ঞ ডাক্তারের পরামশ্য নেওয়া জরুরী।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাংড়াছড়ি(রাস্তা মাথা) বাজারে ময়লা আবর্জনা যেখানে-সেখানে না পেলে নিরাপদ স্থানের পেলার জন্য ডাসবিন বিতরণ করেন।