রাজস্থলীতে বিএনপির ত্রি বার্ষিক সম্মেলনঃ সভাপতি লিলুর রহমান ও সম্পাদক মংঞোই মারমা

289

হারাধন কর্মকার, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বি এন পির ত্রি বার্ষিক সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে। সম্মেলনে ভোটা ভোটির মাধ্যমে খলিলুর রহমান সভাপতি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মংঞোই মারমা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বাবুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রফিক।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০ ঘটিকা হইতে এক টানা উপজেলা গনমিলনায়তনে উপজেলা বি এন পির সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বি এন পির সভাপতি আলহাজ্ব শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, সাধারন সম্পাদক দীপেন তালুকদার দীপু। সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আলী বাবর, বাবুল আলী, নিজাম উদ্দিন, শহীদ চোধুরী, শফিকুল ইসলাম, আবদুলকুদ্দুস, মহিলা দলের সভাপতি মিনারা এরশাদ, সাধারন সম্পাদীকা, সাহিদা আলম, সাব্বির আহাম্মদ, আবু সায়েম, জাসাস সাধারন সম্পাদক কামাল উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে মোট সভাপতি পদে, ২ জন, সাধারন সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রার্থী হতে প্রত্যাহার করে নেন। প্রত্যক্ষ ভোটে কাউন্সিলারগন যার যার পছন্দ প্রার্থীকে ভোট প্রদান করেন। সর্বমোট ১১৫ ভোটারের মধ্যে ১০৫ টি ভোটার তাদের ভোট প্রয়োগ করেন তার মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন, খলিলুর রহমান, সাধারন সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, বাবলু। ফলাফল ঘোষনা করেন, জেলা কমিটির সভাপতি শাহ আলম।