রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসবঃ দ্বিতীয় দিনে কাপ্তাই হ্রদে কায়াকিং শো-আপ প্রদর্শনী

295

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ এর দ্বিতীয় দিনের কাপ্তাই লেকে কায়াকিং শো-আপ প্রদর্শনী অনুষ্টিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অবতরণ ঘাটে এই কায়াকিং শো আপ প্রদর্শনী করা হয়েছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি সভাপতিত্বে কায়াকিং শো আপ প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসিয়ান সেলর এন্ড অ্যাডভেঞ্চার এর প্রতিনিধি মিস এ্যানি কোয়েমেরি, বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীস কুমার বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা প্রকাশ কান্তি চৌধুরীসহ বোর্ডের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার স্পোর্টসের দ্বিতীয় দিনে কাপ্তাই হ্রদে কায়াকিং এ দেশী-বিদেশী ৩২ জন কায়াকিং এ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, উৎসবের অংশ হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) রাঙ্গামাটিতে হাইকিং ও ট্রেইল রান, খাগড়াছড়িতে মাউন্টেইন বাইকিং এবং বান্দরবানে হাইকিং অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাঙ্গামাটিতে সেইলিং বোট ও নৌ বিহার, খাগড়াছড়িতে হাইকিং এবং বান্দরবানে দর্শনীয় স্থান পরিদর্শন। এবং সর্বশেষ ১৫ জানুয়ারি (বুধবার) রাঙ্গামাটিতে ফুরমোন ট্রেকিংসহ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের প্রায় ১০০ জন অ্যাডভেঞ্চারপ্রেমী অংশ নিয়েছেন। তিন পার্বত্য জেলায় মোট ১২টিরও বেশি ইভেন্টে অ্যাডভেঞ্চারা অংশ নেবেন। বুধবার রাঙ্গামাটিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার উৎসবের আনুষ্ঠানিক সমাপনী হবে।
জানা যায়, ৫ দিনব্যাপী এ অ্যাডভেঞ্চার উৎসবে দেশ-বিদেশের মোট ১শ জন অ্যাডভেঞ্চার অংশ নেবেন। ইভেন্ট পরিচালনার জন্য ১৬ বিদেশি প্রশিক্ষক উৎসবে যোগ দিয়েছেন।