পার্বত্য জেলা থেকে একদিন সাকিব, তামিম বা মাশরাফির মতো খেলোয়াড় তৈরী হবে -ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান

346

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে রাঙ্গামাটি মারি ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম।
রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনে আমাদের উদ্দেশ্য সেটি হলো রাঙ্গামাটির জেলা পর্যায়ের খেলাধুলায় সেনাবাহিনীর অবদান আগে থেকেই রেখে আসছে সেটাকে আরো বেগবান করা। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাদের পার্বত্য জেলাগুলি থেকে বিশেষ করে মেয়েদের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ফুটবলের মধ্যে মেয়েদের যে প্রতিভা কাবাডির মধ্যে যে প্রতিভা এই প্রতিভার ঝলক আমরা ক্রিকেটে দেখতে পাবো এবং যারা আজকে ভালো খেলছে তাদের মধ্যে থেকে একদিন এই দেশে সাকিব, তামিম বা মাশরাফি মতো বড় মাপের খেলোয়াড় তৈরী হবে। আর এই স্বপ্নে যদি সেনাবাহিনীর কোন অবদান রাখতে পেরে তাকে সেটা আমরা খুব আনন্দের সাথে সেই সুযোগ গ্রহন করবো এবং এখানকার প্রশাসনসহ সকল সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার আর্থসামাজিক তথা অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নে জন্য যে ভূমিকা পালন করতে পারি সেটা আমরা পালন করবো।
ফাইনাল খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ বনাম কনফিডেন্স ক্রিকেট একাডেমী সাথে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ ৯ ইউকেটে ১১৮ রান করে। অন্যদিকে কনফিডেন্স ক্রিকেট একাডেমী ৮ ইউকেটে ১৮৩ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাঙ্গামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ২১টি দল অংশ গ্রহন করে।