বুকে লাল পতাকা – হাতের মুষ্টিতে দেশপ্রেমের শপথে বর্ষবরণ করলো হাজারো মানুষ

813

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – বুকে লাল পতাকা – হাতের মুষ্টিতে দেশপ্রেমের শপথ নিয়েই ২০২০ সালকে বরণ করলো হাজারো কণ্ঠস্বর। বুধবার বিকেলে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়েই রাঙ্গামাটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সর্বস্তরের জনসাধারন বরণ করলো ২০২০সালকে।

রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা মোঃ বাদশা ফয়সাল, চ্যানেল আই রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদসহ রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন।

শহীদ শুক্কুর স্টেডিয়াম মাঠে ২০২০ আকারে লিখে নতুন বছরকে বরণ করা হয়। অনুষ্ঠানে সন্ত্রাস, দূর্নীতি, চাঁদাবাজি, মাদক এসবকে ‘না’ বলো বিষয়ক একটি শপথ বাক্য পাঠ করান রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন।

শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেমের শপথে বর্ষবরণের এ আয়োজন সত্যিই অনেক প্রশংসনীয়, শুধু শপথ করলে হবেনা দেশপ্রেমের শপথ নিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী বলেন, আমরা যা কিছুই করিনা কেন, দেশপ্রেমকে অগ্রাধিকার দিয়েই সব কাজ করতে হবে। কারন সবার আগে দেশ বড়। দেশপ্রেমের শপথ নিয়ে ও জাতীয় পতাকা বুকে ধারণ করে ২০২০ সালকে বরণ করার এ ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রায় ১৮শ”র অধিক মানুষ শপথ বাক্য পাঠ করেন। রাঙ্গামাটির সকল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের ভূয়সি প্রশংসা করেছেন অনেকে।