রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ২৫ নভেম্বর নির্ধারণ

1205

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি) সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের সম্মেলনে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর।

আজ মঙ্গলবার সন্ধায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের এক বৈঠকে এ তারিখ ও সিদ্ধান্ত নির্ধারণ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহরের ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।