জনগনের মাঝে দ্রুত সেবা পৌছে দিতে সকলকে অান্তরিকভাবে কাজ করতে হবে – নব বিক্রম কিশোর ত্রিপুরা

335

নিজস্ব প্রতিবেদক- জনগনের মাঝে দ্রুত সেবা পৌছে দিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাজের গতি আরো বাড়ানোর প্রতি তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা ।

জনগনের মাঝে সেবা পৌঁছে দিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের অারো অান্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, চলমাল সকল প্রকল্প দ্রুত শেষ করে নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। এছাড়া যে সকল নতুন নতুন প্রকল্প আসছে তা বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড পার্বত্য দুর্গম এলাকার জনগনের মাঝে পৌছে দিতে হবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারী) রাঙ্গামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’ এর ২০১৮-১৯ অর্থ বছরের ৩য় সভায় বার্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি এ আহবান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি জনাব সুবিনয় ভট্টাচার্য্য (উপসচিব), বোর্ডের সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য সিংইয়ং ম্রো, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতিনিধি নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পিন্টু চাকমা এবং বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি বোর্ড সভায় সদস্য তিন পার্বত্য জেলায় জেলা প্রশাসকগণ এবং জেলা পরিষদ প্রতিনিধিগণকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত কাজের পরিদর্শন করা জন্য আহবান জানান। তিনি ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত সকল কাজ ৩০ মে ২০১৯ তারিখ এর মধ্যে সম্পন্ন করা জন্য বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
সভায় বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ ২০১৮-১৯ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থান করেন। এছাড়াও সোলার প্যানেল প্রকল্প, উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্প, গাভী বিতরণ প্রকল্প, মসলা প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সহ তিন পার্বত্য জেলায় গ্রামীণ সড়ক ও পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সভায় উপস্থাপন করেন।