সাগর-রুনি হত্যাকান্ডের বিচারের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন

567

খাগড়াছড়ি প্রতিনিধি- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ্ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য ও খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কেইউজের সাধারণ সম্পাদক কানন আচার্য্য, সাংবাদিক রূপায়ন তালুকদার, শংকর চৌধুরী ও আল-মামুন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন রিপন সরকার, শাহরিয়ার ইউনুস, নুরুচ্ছাফা মানিক, আবু তৈয়ব, বিপ্লব তালুকদার, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন ইলিয়াস, তাপস ত্রিপুরা, লাপ্রু মারমাসহ স্থানীয় পেশাজীবী সংবাদকর্মীরা।

বক্তারা ৭ বছরেও সাগর-রুনি হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করতে না পারার ঘটনায় সাংবাদিকেরা ক্ষোভ জানিয়ে অবিলম্বে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাগর রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি।