রাঙ্গামাটির দূর্গম এলাকায় হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু

443

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে রাঙ্গামাটির দূর্গম পাহাড়ী এলাকায় হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানো শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস থেকে ভোট গ্রহণের যাবতীয় ব্যালট পেপারসহ আনুসাঙ্গিক সামগ্রি নিয়ে রাঙ্গামাটি বিভিন্ন দূর্গম পাহাড়ী এলাকার ভোট কেন্দ্রগুলোতে পৌছে দেয়া হয়। নির্বাচনের ভোট গ্রহনের দুইদিন আগে নির্বাচনী কর্মকর্তারা স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে অবস্থান নেবেন এবং ভোট কেন্দ্র প্রস্তুত করবেন। ৩০ ডিসেম্বর ভোট গ্রহন ও ফলাফল গণণা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টার যোগে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির ৪টি উপজেলার মোট ২১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ সংশ্লিষ্ট প্রিসাইডিং ও পোলিং অফিসারদের পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।