নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আবদুল আউয়াল বলেছেন,শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার বাহিনী নিষ্ঠা ও সুনামের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বাহিনীর সাথে আনসার বাহিনী সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
মঙ্গলবার কাপ্তাই উপজেলায় আয়োজিত আনসার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আবদুল আউয়াল এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আনসার বাহিনী একটি সুরক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে সর্বত্র পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতেও আনসার বাহিনী সততা ও সুনামের সাথে কাজ করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে ও নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় আয়োজিত আনসার সামবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ,কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলম,রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহনেওয়াজ বেগম ও কৃষি কর্মকর্তা মোঃ শামশুল আলম প্রমূখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়নের দলনেতা মোঃ রাব্বি ও রাইখালী ইউনিয়নের দলনেতা নাসিমা আক্তার। পরে বিভিন্ন কাজে কৃতিত্ব অর্জনকারী আনসার সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।