প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন – বৃষ কেতু চাকমা

373

নিজস্ব প্রতিবেদক – রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন কাজের প্রতিশ্রæতি নয় প্রতিশ্রæত কাজের বাস্তবায়নে বিশ^াসী। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি’সহ সকল বিষয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তার প্রমান হচ্ছে আজকে রাঙ্গামাটির দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নতি করণের কাজের শুরু করা। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলাগুলোতেও এই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ।

মঙ্গলবার রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল’সহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহাম্মদ চৌধুরী।
পরে তিনি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগের পুরাতন ভবনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।