বাস চালককে কারদন্ড দেয়ায় সড়কে ধর্মঘট

1071

নিজস্ব প্রতিবেদক – হাটহাজারীতে বাস চালককে ৩ মাসের কারাদন্ড দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়িতে সকল আভ্যন্তরীন সড়কে পরিবহন ধর্মঘট চলছে। বুধবার রাতে পরিবহন শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ থেকে এ ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের কারনে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে দুরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে রাঙ্গামাটি শহরে সিএনজি চলাচল স্বাভাবিক থাকায় মানুষের মাঝে কিছুটা স্বস্থি ফিরেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দীদারুল আলম নামে এক বাস চালককে বুধবার আইন অমান্য করার কারনে ৩মাসের কারাদন্ড প্রদান করলে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠনের নেতারা।