রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

325

নিজস্ব প্রতিনিধি – আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি এই পতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

রাঙ্গামাটি জেলা অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা মজিস্ট্রেট শারমিন আলম, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান প্রমূখ। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ফায়ার সার্ভিসে উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।