রাঙ্গামাটির জালিয়া পাড়ার শীতার্থদের পাশে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ

306

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির জালিয়া পাড়ার শীতার্থদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি জেলার ছাত্র নেতাদের উদ্দোগে নতুন জালিয়া পাড়া ও পুরান জালিয়া পাড়ার অতি দরিদ্র পরিবার গুলোর মাঝে শীত বস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল আলম রাশেদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুপন দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, দপ্তর সম্পাদক মোঃ নুর আলম, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার সোমা, ধর্ম বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ কলি, সদস্য ওবায়দুল হক তুষার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ।
রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, সহ সভাপতি বেলাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শরিফ হোসেন মুন্না, ১নংওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মোঃ ইমাম হাসান, গিয়াস উদ্দিন, সহ সম্পাদক মোঃ কায়সার, আরিফুল ইসলাম মানিক, আল জামী, মোঃ হাবিবুর রহমান এছাড়াও জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।