জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে-এ,কে,এম মামুনুর রশিদ

376

রাঙ্গামাটিঃ-সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কার্যালয়ে সামনে মহড়া যান্ত্রিক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেস এর উপ-পরিচালক রতন কুমার নাথ।
আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, আপদকালীন সময়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। এই বাহিনীর প্রত্যেক দায়িত্বশীল সদস্য সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য। তারা দিন রাত ২৪ ঘন্টা একটি ফোনের মাধ্যমে তারা দূর্ঘটনাস্থলে হাজির হয় এবং জানমাল নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে। তাই উদ্ধার, অগ্নি প্রতিরোধ, পাহাড় ধ্বস ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে। আর জনগণের মাঝে এই সচেতনতা সৃষ্টি করা গেলে অগ্নিকান্ড ও পাহাড় ধ্বসসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে জানমাল রক্ষা করতে আমরা সক্ষম হবো।
পরে অগ্নি নির্বাপক সম্পর্কে অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার স্টেশন এর চৌকস কর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শনে অশংগ্রহন করেন।