রাঙ্গামাটিতে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

70

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এর আগে সকালে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ এমএ আব্দুল আলী মঞ্চে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মেলার স্থলে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নাসরিন সুলতানা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফী প্রমূখ।
২০২০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য এলাকার ন্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসন এ ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৪৯টি স্টলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহনের বিষয়ে অবহিত করা হয়। সোমবার (২১ নভেম্বর) দুপুর দেড়টায় মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।