খাগড়াছড়িতে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন বরণ ও পুনর্মিলনী

82

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়িতে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন বরণ ও পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) সকালে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটি আয়োজনে কলেজ মিলনায়তনে নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটি সভাপতি ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে এইচ এম পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কে.এম.ইয়াসির আরাফাত সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভার এসোশিয়েন সাধারণ সম্পাদক এড. আকতার উদ্দিন মামুন, কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা প্রতিনিধি ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের হিসাব রক্ষক মোহাম্মদ নূর উপস্থাপনায় নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও নবীন এবং প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।