বান্দরবানের রুমায় ভাল্লুকের আক্রমনে একজন জুম চাষী গুরুতর আহত

128

রুমা প্রতিনিধিঃ-বান্দরবানের রুমা উপজেলায় ভাল্লুকের আক্রমনে গুরুতর আহত হয়েছেন প্রুসাউ মারমা (৫০) নামে এক জুম চাষী। শুক্রবার (৩০ জুলাই) দুপুরের দিকে বান্দরবানের রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্রংখ্যং পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রাম থেকে ১ কিলোমিটার দূরে জুমে থাকা কলা বাগান। সে বাগানে কলা গাছ কাটতে যাওয়ার সময় গহীন পাহাড় থেকে একটি বন্য ভাল্লুক এসে প্রুসাউ মারমাকে আক্রমন করে। এসময় সে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার দেয়ার পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার্থে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিবক মেডিক্যাল অফিসার জানান, ভাল্লুকের আক্রমনে আহত ব্যক্তিটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার্থে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।