চন্দ্রঘোনা থানার অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ ২জন আটক

138

মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালিমন্দিরের পাকা রাস্তার উপরে সবুজ কালারের সিএনজিতে মিললো দুই বস্তা (৮০) লিটার দেশীয় চোলাই মদ। এসময় ফারুক, নূরনবী নামে দুই জনকে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ।
শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গালহালিয়া বাজারের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানার এস আই মাহফুজ, এ এস আই, পদুমত্তুর ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের এস আই (এবি) কামরুজামানসহ মদ পাচারকারি ও সবুজ কালারে সি এন জি, কে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে অভিযানকালে সি এন জিতে রাখা ১৬টি দেশীয় তৈরী চোলাই মদের পোটলা যাতে প্রতি প্যাকেটে ৫ লিটার করে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদের আটক করতে সক্ষম হই। সেই সাথে মদ পাচারে ব্যবহত সি এন জি আটক করি। ওসি আরো বলেন, আমার পুলিশ সদস্যরা সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়।