রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কের রাবার বাগান নামক স্থানে চাঁদা না পেয়ে পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সংগঠন নেতৃবৃন্দরা একটি মালবাহি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।
আজ সোমবার (১০জুন) সকালে উপজেলার মারিশ্যা-দীঘীনালা সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
আজ বিকালে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো এ নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে সংগঠন দুটি আঞ্চলিক সংগঠনগুলোকে দায়ী করে উল্লেখ করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে মুদিমালবাহি ট্রাকটির গতিরোধ করে, সেখানে চারজন যুবক অস্ত্র হাতে দাড়িয়ে ছিলো। পরে তাদের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এরপর গাড়ি থেকে চালক এবং হেলপারকে নামিয়ে মালবাহি ট্রাকটি পুড়িয়ে দেওয়া হয়।