আওয়ামীলীগ নেতা চথোয়াই হত্যার প্রতিবাদে বান্দরবানে অর্ধদিবস হরতাল

340

ইসমাইল হাসান, বান্দরবান – বান্দরবান পৌর আওয়ামীলীগের সহ সভাপতি চথোয়াই মনং মারমাকে হত্যার প্রতিবাদে আজ রবিবার (২৬ মে) অর্ধ দিবস হরতাল ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। শনিবার (২৫ মে) বিকেলে জরুরী বৈঠকে এই কমসূচী ঘোষণা করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগ।

বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা জানিয়েছেন, আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমার হত্যার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধ দিবস হরতাল পালন করা হবে। এর আগে শনিবার দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের জর্ডান পাড়ার কাছে শিলক খালের আগা থেকে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি চথোয়াই মং মারমার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২২ মে) রাতে উজিমুখ পাড়ার খামারবাড়ি থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর এই নেতাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।