পার্বত্য চট্টগ্রামকে অশান্ত না করার অনুরোধ ঊষাতনের

281

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, পাহাড়ে মানুষ বাংলাদেশী, তার বিচ্ছিন্নতাবাদী নয় তাই রাজাকারদের নিয়ে চলাফেরা বন্ধ করে জনগনের মনকে জয় করে চলুন। পার্বত্য চট্টগ্রাম সর্ম্পকে সঠিক তথ্য সরকারকে দিন, কারন আপনারা চাকরি করতে আসলেও সরকারের প্রতিনিধিত্ব করছেন। সরকারকে ভুল তথ্য দিবেন না, সঠিক তথ্য দিন। ভুল তথ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি।

পার্বত্য শান্তিচুক্তি বিরোধীদের ‘রাজাকার’ বলে অভিহিত করে তিনি বলেন, পাহাড়ে আজ নানা ধরণের ষড়যন্ত্র অব্যাহত আছে। শাসকগোষ্ঠী চুক্তি বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমি তাদের আহ্বান জানাবো, আপনারা জুম্ম স্বার্থপরিপন্থী ও চুক্তি বিরোধী কার্যক্রম ছেড়ে স্বাধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে আসুন।

আজ সোমবার (২০ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র-জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। সমাবেশে ছাত্র সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিপুন ত্রিপুরা।