নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি- দূর্যোগ দেখলেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সকলকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামনুর রশিদ।
বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির শিমুলতলী, টিভি সেন্টার এলাকা, রূপনগর সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগনের সাথে কথা বলেন জনগনকে দূর্যোগ দেখলেই নিজের প্রাণের মায়া রেখে আশ্রয় কেন্দ্রে ছুটে চলে যাওয়ার আহবান জানান।
এসময় তিনি ঝুকিপূর্ণ এলাকা গুলোতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা বলে সাইনবোর্ড লাগান এবং জনসচেতনতা মুলক সভা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ তালুকদার, নেজারত ডেপুটি কালেক্টর পল্লব হোম দাশ, রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলার রবি মোহন চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, শিশুতলী সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মিটু, সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলা কমিটি সভাপতি সমাজ সেবক মোঃ ফজলুল করিম সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, এলাকার জনগন একটু সচেতন হলে আমরা দূর্যোগ থেকে রক্ষা পাবো। আগামী বর্ষা মৌসুমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২০১৭ সালের কথা মাথায় রেখে আমাদের সকলকে নিরাপদে থাকতে হবে। নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। ২০১৭ সালের মতো রাঙ্গামাটিতে আর কোন দূর্যোগে আমরা একটি প্রাণও হারাতে চায় না। তিনি জনগনকে সচেতন করেতে এলাকার সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে আরো বেশী কাজ করার আহবান জানান।
পরে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ এলাকা গুলোর প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে সচেনতা মুলক লিফলেট বিতরণ করেন।