সেইভ দ্য ন্যাচার রাঙ্গামাটি জেলার দায়িত্বে মোঃ ফজলুল করিম ও প্রকৌশলী সাবিক হোসেন তানিম

805

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি – পরিবেশ প্রকৃতি, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সু-রক্ষায় পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকায় সংগঠনের কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে রাঙ্গামাটির উদীয়মান তরুণ সংগঠক মোঃ ফজলুল করিমকে সভাপতি ও প্রকৌশলী সাবিক হোসেন তানিমকে সাধারন সম্পাদক করে সেইভ দ্য নেচার অব বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ১১ মে রাঙ্গামাটির তরুণ সমাজ সেবক মোঃ ফজলুল করিমকে সভাপতি ও প্রকৌশলী সাবিক হোসেন তানিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি সেইভ দ্য ন্যাচার অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

 

সেইভ দ্য ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এ,এন,এম মনজু হাসান ও জেনারেল সেক্রেটারী এম আব্দুল হক হিরন স্বাক্ষরিত রাঙ্গামাটি জেলা কমিটির অনুমোদন কমিটির মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়।

সেইভ দ্য ন্যাচার রাঙ্গামাটি জেলার অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মোঃ আবু তৈয়, বাবুল বড়–য়া বাবু, আবু বক্কর লিটন মিটু, মুহাম্মদ ইব্রাহিম, লিটন বড়–য়া, মোঃ নজরুল ইসলাম, অমল কান্তি চাকমা (হেডম্যান), নিলংপ্রু মারমা, মোঃ মামুন মিটু, মোঃ সাইদুল ইসলাম (মনির), মোঃ নাজিম উদ্দিন। যুগ্ম সম্পাদক হলেন, মোস্তফা কেরানী, সুফিয়া কামাল ঝিমি, মোঃ জাহেদুল ইসলাম, কুসুম চাকমা, মোঃ কামাল হোসেন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মনিকা আক্তার। সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুল হক বদরুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, মোঃ ফজলুল কাদের মানিক, মোঃ নুুর তালুকদার মুন্না, এম এ হান্নান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাজবুল ইসলাম রানা, মোঃ শাহেদ জামান বাবু, মোঃ নেছার উদ্দিন হৃদয়, মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য সদস্যরা রয়েছেন।

এ বিষয়ে সেইভ দ্য ন্যাচার রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ ফজলুল করিম জানান, সংগঠনের কমিটি অনুমোদনের অনেক আগে থেকেই আমরা রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত এলাকায় সেইভ দ্য ন্যাচার সংগঠনের কাজ শুরু করেছি এবং এ সংগঠনের কার্যক্রম এখন অনকে দুর এগিয়ে গেছে। ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা কমিটির তত্বাবধানে জেলার কয়েকটি উপজেলায় সেইভ দ্য ন্যাচারের কমিটি গঠন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে বাকি উপজেলা ও অন্যান্য কমিটিগুলো ও করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন,সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ একঝাঁক তরুণ যুবকদের নিয়ে আমরা দেশের কল্যাণে কাজ করে যাবো।এ সংগঠনের প্রতিটি কাজে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।