রাঙ্গামাটিতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরন সম্পন্ন

191

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গামাটি সদর উপজেলার ব্যাবস্থাপনায় শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে ও সদর উপজেলার পরিচালক মো.আব্দুল জলিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মহিউদ্দিন মহি, রাঙ্গামাটি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মো. ওয়ালিদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রশিক্ষক সৈয়দ আল মাসুদ, রাঙ্গামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান বাবু, জনস্বাস্থ্য অধিদপ্তর রাঙ্গামাটি জেলা ক্যাশিয়ার জনাব মোহাম্মদ আব্দুল খালেক, রাঙ্গামাটি জেলা ইসলামিক মিশন এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রবিউল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ এর উপদেষ্টা মোহাম্মদ খান, সাবেক পরিচালক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মনসুর আলী, উপ পরিচালক (নিয়ন্ত্রণ) মোহাম্মদ জোনাঈদ, উপ পরিচালক (সার্বিক) মুহাম্মদ ইউসুফ আলী সদস্য মোহাম্মদ মিজানুল ইসলাম রুবেল, সদস্য জাহিদুল আলম কাদেরী, সদস্য মোহাম্মদ সোহাগ, সদস্য মোহাম্মদ ইমরান, সদস্য লোকমান, সদস্য মাহফুজ আহিবসহ অন্যান্যরা।
সদর উপজেলায় আয়োজিত পরীক্ষায় এবার গ্রেড বেধে অনুদানসহ সর্বমোট ১০০ জনকে রাঙ্গামাটি সদর উপজেলায় বৃত্তি প্রদান করা হয়।