নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার দর স্থিতিশীল অবস্থা বজায় রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন ।
এই কর্মসূচীর আলোকে সোমবার সকালে এলাকার মানুষের স্বার্থে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি রাঙ্গামাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এই সময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা এর উপপরিচালক সেলিম উদ্দীনসহ ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দগণ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল বজায় রাখার উপরে বিভিন্ন মতামত ও পরামর্শ ব্যক্ত করেন এবং কোন অসাধু ব্যবসায়ী যাতে কোন প্রকার দূর্নীতি করতে না পারে, তার জন্য কঠোর নজর দারীর ব্যবস্থা রাখার উপর জোর দেন।