পার্বত্য অঞ্চলে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি – ডা. নিহার রঞ্জন নন্দী

318

নিজস্ব প্রতিবেদক -‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানে রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

রাঙ্গামাটি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি মেডিক্যাল অফিসার বিনোদ শেখর চাকমা।

সংবাদ সম্মেলনে রাঙ্গামাটি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, জ্ঞান, সচেতনতা ও আর্থিক অসচ্ছলতার কারণে শিশুরা অপুষ্টিতে ভুগছে। তাই সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বিষয়ে আরো বেশ মনোযোগী হতে হবে। আর সঠিক পুষ্টির মাধ্যমে শিশু পেতে পারে সঠিক মানসিক বিকাশ, বুদ্ধি ও শারীরিক সুস্থতা। কারণ শিশুর জন্মের পর বেইন/মস্তিষ্ক ও শরীর গঠন এবং বুদ্ধির বিকাশের জন্য সঠিক পুষ্টি ও যতœ অত্যন্ত প্রয়োজন। এই সময়ে পুষ্টির অভাবে শিশুর যে ক্ষতি হয় তা আর কখনো পূরণ হওয়ার নয়।

তিনি আরো বলেন, আমাদের অজ্ঞতার কারণে টাকা নষ্ট করে পুষ্টিহীন খাদ্য খেয়ে রোগ ব্যাধি সৃষ্টি করি। আমরা একটু সচেতন হলেই স্বল্প মূল্যে পুষ্টিকর খাবার গ্রহন করে সুস্থ্য থাকতে পারি।

তিনি বলেন, এই পার্বত্য অঞ্চলে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে আমরা অপুষ্টি জাতি হিসেবে গড়ে না উঠি এবং প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং হিসেবে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার অনতত হাতটাকে আমরা শক্তিশালী করতে পারবো।

আর রাস্তার পাশের পুষ্টিহীন খোলা খাবার না খাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি ও এর কার্যকর ভূমিকা পালনসহ সমাজে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের লেখনি মাধ্যমে সমাজে এর পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।