যতদিন বেঁচে থাকব, জনগনের কল্যাণেই কাজ করে যাব- দীপংকর তালুকদার এমপি

826

স্টাফ রির্পোটার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তণ প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালূকদার এমপি বলেছেন, আমার রাজনীতির বয়স ৫০ বছর চলছে, আরো ৫০ বছর যদি বাঁচি সে সময়েও দলীয় নেতা-কর্মী ও সাধারন মানুষের ভালবাসা নিয়ে  ভালবাসা নিয়ে বাঁচতে চাই। এলাকার সাধারণ মানুষ ২০১৮ সালের নির্বাচনে আমাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও সাধারন মানুষের যে ভালবাসা আমি পেয়েছি তার কল্যাণে অাজ আমি এমপি। যত দিন বেঁচে থাকব, ততদিন জনগনের কল্যানেই কাজ করে যাব।

শুক্রবার বিকেলে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত পাহাড়ে আওয়ামীলীগের রাজনীতিতে দীপংকর তালুকদারের রাজণীতির গৌরব-সংগ্রাম ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তিতে গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অথিতির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

আওয়ামীলীগের রাজনীতির অভিজ্ঞতা প্রসঙ্গে দীপংকর বলেন, এক সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানুষ পাগল বলতো। এরপর বেকুপ বলতো। এখন আওয়ামী লীগের গণজোয়ার রুখে দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু এ ভাবে আওয়ামী লীগের জোয়ার রুদ্ধ করা যাবে না বলে তিনি জানান।

সংবর্ধিত সভায় রাঙামাটির সাবেক ছাত্রলীগ নেতা অংসুসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং শাহ এমরাণ রোকনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যে দীপংকর আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুুজিবুর রহমানের উক্তি টেনে রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, ‘‘বাংলাদেশ আওয়ামীলীগ নেতার দল নয়, আওয়ামীলীগ কর্মীর দল’’। দলের কর্মীরাই সব সময় দলের পাশে ছিল। কর্মীরা সাহস, অনুপ্রেরণা ও রাজনীতির মাঠে শক্তি জুগিয়েছে। তাই এ সাধারণ নেতা-কর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ।

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন প্রসেঙ্গ তিনি বলেন, উপজেলা নির্বাচন আগামী ১৮ই মার্চ উপজেলা নির্বাচন। ২য় দফায় আমাদের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের নৌকার প্রতি যে ঢেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৃষ্টি হয়েছিল তা উপজেলা নির্বাচনেও অব্যাহত রাখার আহব্বান জানান তিনি। রাঙামাটি জেলার ১০টি উপজেলার মধ্যে বাঘাইছড়ি ও নানিয়ারচর কোন প্রার্থী দেয়নি। আমরা বাকী ৮টি উপজেলাতে প্রার্থী দিয়েছি। এই ৮টি উপজেলার প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠান শুরুতে দীপংকর তালুকদারের রাজনৈতিক অঙ্গনে ৫০বছর পূর্তিতে দলের নেতা-কর্মীরাসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি, সাস্কৃতিক সংঠগন ফুল দিয়ে গণসংবর্ধনা দেয়।