রবীন্দ্র সংগীত কমিটির সভাপতি সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া সেন্টু

471

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার ২১বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সুনীল কান্তি দে ও সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া সেন্টু।

গত শুক্রবার ১৫ ফেব্রুয়ারী রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আহমেদ শাকিল হাসমী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মামুনুল ইসলাম ২বছরের জন্য এ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

এর আগে প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন মিস নীরূপা দেওয়ান, সাবেক সভাপতি, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা এবং সাবেক সম্মানিত সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, সুনীল কান্তি দে, আহ্বায়ক, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দ্বিবার্ষিক সম্মেলন উদযাপন কমিটি।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, আহমেদ শাকিল হাসমী, সহযোগী অধ্যাপক, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং মোঃ মামুনুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ময়মনসিংহ, জেলা শাখা।

কমিটিতে অন্যন্যা সদস্যরা হলেন, সহ-সভাপতি মনোজ বাহাদুর গুর্খা, শিশির চাকমা, তাওফিক হোসেন কবির, রনেশ্বর বড়–য়া, শিখা ত্রিপুরা।

এছাড়াও কোষাধ্যক্ষ রেজাউল রশীদ পাপ্পু, সাহিত্য ও গবেষণা সম্পাদক রিপন দাশ, সাংস্কৃতিক সম্পাদক মিলন ধর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অশ্রু মুৎসুদ্দী, প্রতিযোগীতা বিষয়ক সম্পাদক আনন্দ জ্যোতি চাকমা, দপ্তর ও সমন্বয় বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ দেব।

কমিটির সস্যরা হলেন- রিপন ঘোষ, সংগীতা দাশ, স্বপন কুমার দাশ, অর্পনা দেব রায়, সুবল বিশ্বাস, শুভাশীষ বড়–য়া (মুন্না), অমৃতা ধর, রূপন বড়–য়া।