নিজস্ব প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে রাঙামাটি ২৯৯নং আসন থেকে বিজয়ী হয়ে ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাঙামাটি আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় শ্রমিকলীগ, রাঙামাটি জেলা শাখা ও জেলার বিভিন্ন শ্রমিক-পেশাজীবি সংগঠন।
অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষথেকেও পৃথকভাবে দীপংকর তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে ৪টায় রাঙামাটি জেলা দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্নসম্পাদক জসীম উদ্দিন বাবুল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদারের রাজনৈতিক জীবন:
বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংস হত্যার পর তিনি কাদের সিদ্দিকীর প্রতিরোধ বাহিনীতে যোগ দেন। তিনি ১৯৮৬ সালে তিনি রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তিনি ১৯৯১ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, ১৯৯৬ সালের বাংলাদেশ শিক্ষা কমিটি, সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি ও জাতীয় সংসদ হাউস কমিটির সদস্য ছিলেন। ১৯৯৮ সালে প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সেরচয়ারম্যান নিযুক্ত হন। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদনে রয়েছে তাঁর বিশেষ অবদান।
১৯৯৬ ও ২০০২ সালে তিনি পরপর দুইবার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ এবং সর্ব শেষ ২০১৮সালে বিপুল ভোটে রাঙামাটির ২৯৯ নং থেকে সাংসদ নির্বাচিত হন।২০০৯ সালের তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এখনো পর্যন্ত তিনি দলটির নেতাকর্মীদের সমর্থনে সভাপতি পদে বহাল রয়েছেন।