রাঙ্গামাটিতে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

414

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের দ্বিতীয় রাউন্ডে এ বছর ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী প্রায় ৭৮ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার সকালে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আগামী ১৯ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জানুয়ারী রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা ও ২ টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার কর্ম পরিকল্পনা নির্ধারন করা হয়েছে। রাঙ্গামাটি জেলায় ১৩১৫ টি কেন্দ্রের মাধ্যমে ২৮৭১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বক্তব্য রাখেন।