পিবিসিপির বরকল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন: সভাপতি- আল আমিন ও সাধারণ সম্পাদক- রাজু রায়হান

266

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বরকল উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি: মো:আল আমিন ও সাধারণ সম্পাদক: মো: রাজু রায়হান কে নেতৃত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি : মো:সরওয়ার, , সহ-সাধারণ সম্পাদক:মো:শামিম, সাংগঠনিক সম্পাদক:মো:হারেস, সহ-সাংগঠনিক:মো:বেলায়াত হোসাইন, প্রচার সম্পাদক:সাইদুল খান প্রমুখ।

আজ শুক্রবার বরকল উপজেলা আহব্বায়ক মো:আল আমিনের সভাপতিত্বে মো:রাজু রায়হানের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিবিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মো:জাহাঙ্গীর আলম ,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি কলেজ সেক্রটারি মো: রবিউল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এ টি আই সভাপতি মো:আবু নাঈম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য অঞ্চলে বৃহৎ একটি জনগোষ্টিকে বাদ দিয়ে সরকার ক্ষুদ্র একটি জনগোষ্টিকে শিক্ষা সহ বিভিন্ন ধরণের কোটার মাধ্যমে সুযোগ সুবিধা দিয়ে আসছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করতে হবে। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর শান্তি চুক্তি নামে যে চুক্তি করা হয়েছে তা আজ অশান্তিতে রুপান্তরিত হয়েছে যা কখনই কাম্য ছিল না। চুক্তির আগে পার্বত্য অঞ্চলে ১টি মাত্র সংগঠন ছিল চুক্তির পর তা বেড়ে এখন ৪ টি সসশ্র সংগঠনে পরিণত হয়েছে।যার ফলশ্রুতিতে পাহাড়ে দিন দিন অপহরণ, মুক্তিপণ,খুন,চাঁদাবা­জি সহ বিভিন্ন দেশ বিরুধী ষড়যন্ত্র বেড়েই চলেছে।ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরকারী সংগঠন ও চুক্তি বিরোধী সসস্ত্র সন্ত্রাসীরা পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে জুম্মল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠার সপ্ন বাস্তবায়ণে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।তাই পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণ এই ধরণের বৈষম্যমূলক ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, আমরা এই দেশের নাগরিক,পাহাড়ের বাঙালিদের বঞ্চিত রেখে সুধুমাত্র উপজাতিদেরকে সুযোগ সুবিধা দেয়া হলে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ পাহাড়ের সর্বস্থরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নিতে বাধ্য হবে। পরিষেশে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন করা হয়।

পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের রাঙামাটি জেলা শাখার প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমিনের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।