আলীকদমের জমি দখল করে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা ও মারাইংতং জাদী রক্ষায় মানববন্ধন

10

॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় মারাইংতং জাদী পাহাড়ের জমি দখল করে বাণিজ্যিকীকরণের অপচেষ্টা এবং বুদ্ধ মূর্তি ভাংচুরের ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রবিবার (২৫ মে) দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনের সড়কে দাড়িয়ে মানববন্ধন কর্মসুচি পালন করে এবং পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়া বৌদ্ধ ধর্মাবলম্বী অনেকেই অভিযোগ করে বলেন, লামা উপজেলার শিক্ষক উথোয়াই মার্মা জয় ও ব্যবসায়ী অক্সাস মামুন সাংগু মৌজার হেডম্যানকে প্রভাবিত করে মারাইংতং জাদীর জমি দখল করে সেখানে বাণিজ্যিক রিসোর্ট তৈরির অপচেষ্টা করছে, এর ফলস্বরূপ, জাদীর পবিত্রতা নষ্টের পাশাপাশি গত ২১শে মে একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে,যা বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
মানববন্ধন ও স্মারকলিপিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেয়াসহ জাদীর পবিত্রতা ও পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও কঠোরভাবে প্রয়োগ করা, মারাইংতং জাদীর আশেপাশে সমস্ত অননুমোদিত বাণিজ্যিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা, মূর্তি ভাঙচুর ও বাণিজ্যিকীকরণের চেষ্টায় জড়িত উথোয়াই মার্মা জয়, অক্সাস মামুন ও হেডম্যান চংপাত ম্রোর বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া এবং শিক্ষক উথোয়াই মার্মা ও হেডম্যান চংপাত ম্রোকে পদ থেকে বরখাস্ত করাসহ বিভিন্ন দাবি জানান।
মানববন্ধনে আলীকদম আমতলী পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রজ্যোতি ভিক্ষু, মারাইংতং মহা জাদি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ-উইচারা মহাথের, হেডম্যান উক্যজাই মার্মা, হেডম্যান মংক্যানু মার্মা, হেডম্যান অংহ্লাচিং মার্মা, সমরঞ্জন বড়ুয়া, কলার ঝিরি অনাই ম্রো অনাথ আশ্রম এর পরিচালক রারুই ম্রোসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বুধবার (২১ মে) বিকেলে বান্দরবানের আলীকদম উপজেলার মারাইংতং ধম্মা জেদী বৌদ্ধ বিহারে নর্বনির্মিত একটি বুদ্ধুমূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা, আর এই ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে বৌদ্ধ ধর্মালম্বীদের মধ্যে। ঘটনার পর দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে আসছে মারাইংতং ধম্মা জেদী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।