রাজস্থলীতে অসহায়দের মাঝে টিসিবির পণ্য বিতরণ

83

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুইটি ইউনিয়নের ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের অসহায় ও দরীদ্রদের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ ও দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে এ সব টিসিবির পণ্য তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বি আর ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঘিলাছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার টিটু চৌধুরী, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ৬নং ওয়াডের সদস্য উদয় তনচংগ্যা, টিসিবির ডিলার যিশু বড়ুয়া ও মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা সহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজস্থলী উপজেলা (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম জানান, ৪৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল তুলে দেওয়া হয়েছে। অন্য একটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, আমি দেখেছি সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য নিয়ে যাচ্ছে।