॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
রাঙ্গামাটিতে মরহুম জসিম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদ কতৃক আয়োজিত প্রথমবারের মত শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে মরহুম জসিম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদ এর উদ্যোগে কাউখালীর ঘাগড়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে খেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
এসময় মরহুম জসিম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদ এর প্রতিষ্ঠাতা ও কাউখালি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কাউখালি উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, দপ্তর সম্পাদক মো, সালাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, মরহুম জসিম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শাহরিয়ার ইমন রাসেলসহ সংশ্লিষ্ট অনেকেই।
আজকের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট খেলা ২০টি দল অংশ নেয়। খেলা শুরুতে কাউখালি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম জসিম উদ্দিন খোকনের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Home খেলার সংবাদ রাঙ্গামাটিতে মরহুম জসিম উদ্দিন খোকন স্মৃতি যুব সংসদের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের...