॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজসেবা (আরএসএস) ও পল্লী মার্তৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের আওতায় স্থানীয় নারীর মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তন কিন্নরিতে আয়োজিত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন।
মহিলাদের হাতে ক্ষুদ্রঋণের চেক তুলে দিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলেন নারী। আর এই নারীদের মধ্যে একটি বড় অংশ বসবাস করেন গ্রামগঞ্জে, দেশের প্রত্যন্ত অঞ্চলে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে গ্রামগঞ্জে বসবাসকারি নারীদের স্বাবলম্বী করার বিকল্প নেই। তাই নারীদের স্বাবলম্বী করার লক্ষে পল্লী মার্তৃকেন্দ্রের আওতায় নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হলো। এই ক্ষুদ্র ঋণের টাকাকে কাজে লাগিয়ে নারীরা কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারবেন। তাই এই ক্ষুদ্র ঋণের টাকা যথাযথ ভাবে ব্যবহার করার আহবান জানান তিনি।