সরকার ঘোষিত পেনশন স্কিমটি জীবনের নিরাপত্তার জন্য সবার করা উচিত-মোহাম্মদ মোশারফ হোসেন খান

19

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের অর্থনৈতিক সুরক্ষার জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। তাই সরকার ঘোষিত পেনশন স্কিমটি জীবনের নিরাপত্তার জন্য সবার করা উচিত বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। নিজের চারপাশের পরিচিতিজনসহ স্ব-স্ব জায়গায় পেনশন স্কিম নিয়ে প্রচারণা চালাতে হবে। তাই যার যার অবস্থান থেকে পেনশন স্কিমের প্রচার-প্রচারণা বাড়ানোর আহবান জানান তিনি।
রবিবার (২৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত জেলা বাস্তবায়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।