যারা সৎ ব্যবসা করবে মৃত্যুর পর তারা শহীদের মর্যাদা পাবে-মোহাম্মদ মোশাররফ হোসেন খান

79

॥ নিজস্ব প্রতিবেদক ॥
যারা সৎ ব্যবসা করবে মৃত্যুর পর তারা শহীদের মর্যাদা পাবে। সকল ধর্মে মানব সেবার কথা বলা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, সততার সাথে ব্যবসা করেন, আপনার সন্তানের দায়িত্ব উপরওয়ালা নিবেন। ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা না আসলে সারাদিন কথা বললে কোন কাজে আসবে না। খাবার এক প্রকার সম্পদ, আবার এক প্রকার বিষ। ভেজাল খাবারের কারণে মানুষ তারা আয়ু হারায়, বিভিন্ন রোগে ভুগছে। তাই সৎ ও ভেজালমুক্ত খাবার বিক্রি করুন। মানুষকে সুস্থ থাকতে দিন।
শুক্রবার (১৫ মার্চ) সকালে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‌্যালী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর রাঙ্গামাটি অঞ্চলের সহকারী পরিচালক রানা দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, প্রবীণ সাংবাদিক সুনিল কান্তি দে, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ, রাঙ্গামাটি হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি মো. শামিম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্ত অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালের এপ্রিল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়ন করে। প্রত্যেক ভোক্তা তাদের অধিকার ক্ষুন্ন হচ্ছে যদি এমন তথ্য প্রমাণ হাতে থাকে তাহলে তারা এ আইনের প্রয়োগ ঘটাতে পারে।
তারা ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখুন। অনৈতিক মুনাফা অর্জন থেকে বিরত থাকুন। খাদ্যে কোন রকম ভেজাল প্রয়োগ করবেন না। কারণ দিন শেষে আমরা সবাই ভোক্তা। তাই দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।